আগামী সপ্তাহে এশিয়ার তিন দেশ-মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। খবর এনডিটিভির।
ট্রাম্প আরও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামানোর ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক স্থগিত করেছেন। তিনি বলেন, ‘এটি আমার কাছে ঠিক মনে হয়নি। তবে আমি কোনো ব্যর্থ বৈঠকে অংশ নিতে চাই না।’ তিনি আরও বলেন,‘আগামী সপ্তাহে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাবো। দক্ষিণ কোরিয়ায় আমি চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং অসাধারণ সম্পদ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারব।’
ইউক্রেনে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করার পর পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও স্থগিত করে ট্রাম্প প্রশাসন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠকের ব্যাপারে ট্রাম্প আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তাদের আলোচনা কাজে লাগতে পারে। এছাড়াও তিনি শি`র সঙ্গে জ্বালানি তেল নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন, যার লক্ষ্য রাশিয়াকে শান্তি চুক্তিতে আলোচনার জন্য চাপ অব্যাহত রাখা।
আপনার মতামত লিখুন :