রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

এবার ইউক্রেনে বিদেশি সেনারা হবে আমাদের বৈধ লক্ষ্য: পুতিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৫৮ এএম

এবার ইউক্রেনে বিদেশি সেনারা হবে আমাদের বৈধ লক্ষ্য: পুতিন

পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা মোতায়েন করলে তাদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন,এমনটি করা হলে বিদেশি সেনারা আমাদের বৈধ লক্ষ্য হবে। যুদ্ধ শেষে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে ২৬ দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেয়ার পর এ হুঁশিয়ারি দিলেন পুতিন।
এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউরোপকে মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। একইসাথে বৈরিতা বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত। শান্তি চুক্তির জোরালো সম্ভাবনা দেখা না গেলেও যুদ্ধবিরতির পরবর্তী পরিকল্পনা নিয়ে ছক কষছে পশ্চিমারা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
চলতি সপ্তাহে ফ্রান্সের নেতৃত্বে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে বৈঠকে বসে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। 
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর দাবি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিরতির পর সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রæতি দিয়েছে ২৬টি দেশ। কিয়েভকে সহায়তার জন্য গঠিত কোয়ালিশন অব দ্য উইলিং’র বাকি সদস্যরাও শিগগিরই এই ইস্যুতে তাদের অবস্থান জানানোর আশ্বাস দিয়েছে।
ইমান্যুয়েল ম্যাঁত্রো বলেন,২৬টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রæতি দিয়েছে। আরও কয়েকটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছে। এই ২৬ দেশ স্থল,সমুদ্র ও আকাশপথের নিরাপত্তায় ইউক্রেনে সামরিক বাহিনী পাঠাতে রাজি। যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার পরদিন থেকেই ইউক্রেনের ভূখন্ডে নিরাপত্তা নিশ্চিত করবো আমরা। তবে, যুক্তরাষ্ট্র এতে কতটা সম্পৃক্ত হবে তা এখনও স্পষ্ট না। ম্যাঁত্রো জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। 
এছাড়া, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত আকাশপথে সহায়তা দিতে পারে। পাশাপাশি, জেলেনস্কি জানিয়েছেন,তিনি ট্রাম্পের সাথে ইউক্রেনের আকাশসীমায় সর্বোচ্চ সুরক্ষার বিষয়ে আলোচনা করেছেন।
মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত দুইমেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত দুই
এদিকে,পশ্চিমাদের এমন অবস্থান ভালোভাবে নেয়নি রাশিয়া। ইউক্রেনে অন্য কোনো দেশ সেনা পাঠালে তাদের ওপর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 
পুতিন বলেন, ইউক্রেনে সম্ভাব্য বিদেশি সামরিক উপস্থিতি আসলে দেশটিকে ন্যাটোর কক্ষপথে টেনে নেয়ার অন্যতম মূল কারণ। তাই সেখানে যদি কোনো সেনা মোতায়েন হয়, বিশেষ করে যুদ্ধের এই সময়ে, তাহলে আমরা ধরে নেব, তারা বৈধ লক্ষ্য এবং ধ্বংসের জন্য উপযুক্ত। পুতিন আরও জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে বাধা দেবে না মস্কো। তবে, জেলেনস্কির ন্যাটোতে যোগ দেয়ার স্বপ্ন পূরণ হতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!