রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত, ভারতের বিরুদ্ধ কঠোর হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:১৪ পিএম

পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত, ভারতের বিরুদ্ধ কঠোর হুঁশিয়ারি

পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়া যেকোনো মূল্যে পাকিস্তানি জনগণের সম্মান বজায় রাখার অঙ্গীকার করেছে সেনাবাহিনী। খবর জিও নিউজের   
রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডারর্স কনফারেন্সের (সিসিসি) পর এ ঘোষণা দেয়া হয়। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর এই দুই পারমাণবিক পরাশক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চলছে।
কোনো ধরনের প্রমাণ ছাড়াই নয়াদিল্লি বন্দুক হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে আসছে। এছাড়া এ ঘটনায় সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াগা আটারি সীমান্ত বন্ধসহ আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। তবে পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি তারাও নয়াদিল্লি বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয়দের ভিসা বাতিল, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ। 
পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে ভূ-রাজনৈতিক পরিবেশ নিয়ে পর্যালোচনা করেছে। এছাড়া পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন।ওই বৈঠকে সেনাপ্রধান আসিম মুনির সশস্ত্র বাহিনীর অটল পেশাদারিত্ব, টুট মনোবল ও অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন। তিনি সব সীমান্তে বাড়তি সতর্কতা ও সক্রিয়া প্রস্তুতির অত্যন্ত জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!