মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু বেড়ে ৭০,৯৩৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৩৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু বেড়ে ৭০,৯৩৭

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চালানো গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ৯৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭১ হাজার ১৯২ জন আহত হয়েছেন।
সোমবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়,১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও অন্তত ৪০৫ জন নিহত হয়েছেন এবং একই সময়ে ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে,ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কারণে আহতদের চিকিৎসা দিতে মারাত্মক সমস্যা হচ্ছে, ফলে মৃত্যুসংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে সংযুক্ত পূর্ব জেরুজালেমে ‘অননুমোদিত নির্মাণ’ বলে বর্ণনা করা স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলি কর্মকর্তারা অভিযান চালাচ্ছে।
এরই অংশ হিসেবে ইসরায়েলি বুলডোজার সোমবার ভোরে পূর্ব জেরুজালেমে একটি চারতলা ভবন গুঁড়িয়ে দেয়। মধ্যরাতে কর্তৃপক্ষ দরজা ভেঙে দ্রæত উচ্ছেদ অভিযান চালানোর পর ভবনটিতে বসবাসকারী বহু ফিলিস্তিনি পরিবার কোথায় যাবে তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে।
স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা এ অভিযানকে বাসিন্দাদের উৎখাতের একটি ‘পদ্ধতিগত নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন। ভবনটির বাসিন্দা ঈদ শাওয়ার বলেন, ‘এই ভাঙচুর সব বাসিন্দার জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডি।
সিলওয়ান এলাকায়, পুরোনো শহরের কাছাকাছি অবস্থিত ভবনটিতে ছিল এক ডজনের মতো ফ্ল্যাট। সেখানে আনুমানিক ১০০ জন মানুষ থাকতেন—যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও ছিলেন।
পাঁচ সন্তানের বাবা শাওয়ার বলেন, ‘আমরা যখন ঘুমিয়ে ছিলাম, তখন তারা দরজা ভেঙে ঢোকে। আমাদের শুধু জামাকাপড় বদলানো আর প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার অনুমতি দেয়।যাওয়ার আর কোনো জায়গা না থাকায় তার সাত সদস্যের পরিবারকে গাড়িতেই রাত কাটাতে হচ্ছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!