বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

কাতারে ইসরাপয়েলের হামলা গাজায় শান্তি নষ্ট করতে পারে-ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:০৮ পিএম

কাতারে ইসরাপয়েলের হামলা গাজায় শান্তি নষ্ট করতে পারে-ট্রাম্প

কাতারের দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর বর্বর ইসরাইলি হামলার ঘটনায় অবশেষে নীরবতা ভেঙে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কাতারে হামাস শীর্ষ নেতাদের ওপর ইসরাইলের হামলার ধরণ তাকে সন্তুষ্ট করেনি, এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যত অনিশ্চিত করে দিতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়।তবে একটাই কথা বলতে পারি আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।’
ট্রাম্পের কিছু উপদেষ্টাও কাতারে ইসরাইলি হামলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মার্কিন কর্মকর্তার মতে, হামলার আগে ট্রাম্পকে জানানো হয়নি ইসরাইল নয় বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে জানানো হয়। এরপর ট্রাম্প সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারের কাছে বিবৃতি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। 
আরেকজন মার্কিন কর্মকর্তা জানান,উইটকফ যখন কাতারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, ইতোমধ্যেই তা খুব দেরি হয়ে গিয়েছিল। এর আগে সোমবার উইটকফ নেতানিয়াহুর একজন শীর্ষ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু আলোচনার সময় আগত হামলার খবর তাকে জানানো হয়নি। সূত্র: সিএনএন

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!