শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান, হাতে ৪ উইকেট। উইকেটে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা ও রাবেয়া খান সব হিসাবেই ম্যাচটা বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল। কিন্তু ক্রিকেট নামের এই অনিশ্চয়তার খেলায়, নায়িকা হয়ে উঠলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তার সেই এক ওভারেই সব উলটে দিলেন তিনি—টানা চার উইকেট তুলে নিয়ে যেন কেড়ে নিলেন বাংলাদেশের জয়ের হাসি।নাভি মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত বিশ্বকাপের এই ম্যাচে মাত্র ৭ রানে শ্বাসরুদ্ধকর জয় পেল শ্রীলঙ্কা নারী দল। ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ নারীরা থেমে যায় ১৯৫ রানে, ৯ উইকেটে।

 
              
                         ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন। 
                             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                             
        
        
        
       -20251031153401.jpeg) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :