সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

শেষে পয়েন্ট ভাগাভাগি, সপ্তম হয়ে বিশ্বকাপ শেষ করল টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:১৪ এএম

শেষে পয়েন্ট ভাগাভাগি, সপ্তম হয়ে বিশ্বকাপ শেষ করল টাইগ্রেসরা

টানা ছয় হারে আগেই নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে তাই সান্তনার জয়ের খোঁজে নেমেছিল টাইগ্রেসরা। হারের শঙ্কায় থাকলেও বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে টেবিলের সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করল জ্যোতির দল।
মুম্বাইয়ে শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। দুই ধাপের বৃষ্টিতে ম্যাচের পরিধি নেমে আসে ২৭ ওভারে। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৯ রান করতে পারে বাংলাদেশ। বৃষ্টি আইনে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর আবারও বৃষ্টি নামে। তাতে পরিত্যক্ত হয় ম্যাচটি।
৮ দলের টেবিলে সবার নিচে অবস্থান করছে পাকিস্তানের মেয়েরা। তিন পরিত্যক্ত ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে তারা। বাংলাদেশের ৩ পয়েন্টের ২টি এসেছে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে।
এই ম্যাচের মধ্য দিয়ে নারী বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষ হলো। আগামী বুধবার থেকে শুরু হবে সেমিফাইনাল পর্ব, যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!