বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ওয়ানডে বিশ্বকাপে ২০২৭ সরাসরি খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৫:৪০ পিএম

ওয়ানডে বিশ্বকাপে ২০২৭ সরাসরি খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে ক্রিকেটে বরাবরই সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয়া টাইগারদের জন্য ৫০ ওভারের ফরম্যাট এক সময় ছিল সবচেয়ে পছন্দের। তবে সময়ের পালাবদলে সেই ধারাবাহিকতায় বড়সড় ধস দেখা যাচ্ছে এখন।
আইসিসির হালনাগাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে। ২০০৬ সালের পর এই প্রথমবার এতটা নিচে নেমে গেল টাইগাররা। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ, যার ফলে এমন অবনতি ঘটেছে র‌্যাঙ্কিংয়ে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই ম্যাচে পরাজয়।
এই র‌্যাঙ্কিং পতনের প্রভাব পড়তে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ১৪ দলের এই আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এছাড়া আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলও সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। বাকি চার দলকে খেলতে হবে বাছাই পর্বে। স্বাগতিক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকে খেলতে হবে বাছাই পর্বেই।
বর্তমানে বাংলাদেশের অবস্থান দশম হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। আগামী বিশ্বকাপের অংশগ্রহণ নির্ধারিত হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এই সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি না ঘটলে বাংলাদেশকে বাছাই পর্বে খেলতে হতে পারে।
তবে কিছু শর্তসাপেক্ষে বাংলাদেশ দশম স্থান থেকেও সরাসরি জায়গা পেতে পারে। যেমন-যদি স্বাগতিক জিম্বাবুয়ে সেরা দশে উঠে আসে কিংবা দক্ষিণ আফ্রিকা দশের বাইরে চলে যায়, তাহলে এই হিসাব পাল্টে যেতে পারে।আর বাছাই পর্ব সহজ হবে না মোটেও। সেখানে থাকবে আয়ারল্যান্ড,স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল, নামিবিয়ার মতো দল, যারা যে কাউকে হারানোর সামর্থ্য রাখে।সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে দ্রæত ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। নইলে বাছাই পর্বের কঠিন পথেই হাঁটতে হতে পারে টাইগারদের।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!