শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

এবার ইনিংস ব্যবধানে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৬:১০ পিএম

এবার ইনিংস ব্যবধানে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিনশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের ১৭১ রানের পর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের দ্রæতগতির ৬০ রানের সুবাদে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৫ উইকেটে ৮৬ রান করেছে। ইনিংস পরাজয় এড়াতে তাদের এখনও ২১৫ রান দরকার। ম্যাচ জিততে টাইগারদের প্রয়োজন মাত্র ৬টি উইকেট।
তৃতীয় দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটার জয় ১৭১ রান এবং মুমিনুল হক ৮২ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে। জয়-মুমিনুলের ১৭৩ রানের জুটি ভাঙার পর দলের হাল ধরেন শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিক ২৩ রান করে দ্রæত ফিরলেও, শান্ত অসাধারণ ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। শান্ত ১০৮ বলে ১৪টি চারের সাহায্যে ১০০ রান করেন।
মুশফিকের বিদায়ের পর দ্রæত রান তোলেন লিটন দাস। তিনি মাত্র ৬৬ বলে ৬০ রানের ওয়ানডে মেজাজের ইনিংস খেলেন। শান্তর সেঞ্চুরি ও অন্যান্য ব্যাটারদের অবদানে বাংলাদেশ ৫৮৭ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে।
দিনের তৃতীয় সেশনে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড।শুরুতেই আইরিশ ওপেনার ক্যাডে কারমাইকেলকে বিদায় করেন রানা। তবে ক্রিজের অপরপ্রান্তে টিকে ছিলেন আরেক ওপেনার পল স্টার্লিং।সাবধানে ব্যাটিং করে যাচ্ছিলেন তবে ফিফটির খুব কাছে গিয়ে থামতে হয় তাকে। ৫৯ বলে ৪৩ রান করা স্টার্লিং ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক থ্রোয়ে।
তিন নম্বরে নামা হ্যারি টেক্টরকে থামিয়ে দেন তাইজুল ইসলাম। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৭ বলে ১৮ রান করা টেক্টরকে সাজঘরে ফেরান তাইজুল। শেষ দিকে কার্টিস ক্যাম্ফার এবং লরকান টাকার প্রতিরোধ গড়েছেন। তবে টাকার এবং ক্যাম্ফার মুরাদের বলে আউট হলে আরও চাপে পড়ে যায় আইরিশরা।
২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। এখনও ২১৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ সফরকারীরা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন হাসান মুরাদ। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন নাহিদ রানা এবং তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!