সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল,সম্পাদক আরিফুল ও সহ-সভাপতি খোরশেদ আলম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০১:২৫ পিএম

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল,সম্পাদক আরিফুল ও সহ-সভাপতি খোরশেদ আলম

সাভার প্রতিনিধি : ১৯০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী “ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব” এর নতুন পরিচালনা কমিটির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। এছাড়া ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমকে সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৩ মে) সন্ধ্যায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকসহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ,মোহামেডানের পাশেই আট কাঠার ওপর প্রতিষ্ঠিত একতলা টিনশেড ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। ক্যাসিনো-কান্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাবের মধ্যে ইতিহাস-ঐতিহ্যে অনেক এগিয়ে ভিক্টোরিয়া ক্লাব। ক্লাবটির শতবর্ষ পূর্ণ হয়েছে সেই ২০০৩ সালে। ভিক্টোরিয়া ক্লাব অনেক আগে থেকেই নানা সংকটে ধুকছিল।ক্যাসিনো-কান্ড আরও ডুবিয়েছে ক্লাবটিকে। তবে দীর্ঘদিন পর এবার ক্লাবটির হাল ধরেছে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়ার, সাংবাদিক ও ব্যবসায়ীরা।

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!