সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইবেন পল-কেস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০১:৩৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইবেন পল-কেস

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বল হবে। এর ৫০ দিন আগে শুক্রবার টুর্নামেন্টের থিম সংয়ের ব্যাপারে ঘোষণা দিয়েছে আইসিসি।

সপ্তাহখানেকের মধ্যে এই থিম সং প্রকাশিত হবে। ট্র্যাকটি প্রযোজনা করবেন মিখায়েল তানো মন্তানো। গানটির ভিডিওতে বেশ কয়েকজন সুপারস্টারের সঙ্গে তাকেও দেখা যাবে।

গানটি গাইবেন দুই দশক ধরে সঙ্গীত শিল্পের জনপ্রিয় মুখ শন পল এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোভিত্তিক কেস দ্য ব্যান্ডের গায়ক কেস।

গ্র্যামি পুরস্কার জয়ী পল জানান, ক্যারিবিয়ান সঙ্গীতের নির্যাস তুলে ধরার চেষ্টা করা হবে এই থিম সংয়ে। তিনি বলেছেন, ‘ক্রিকেট সবসময় আমাদের সংস্কৃতির বড় অংশ হয়ে আছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য থিম সং রেকর্ড করতে পেরে আমি সম্মানিত।’

তিনি আরও বলেন, ‘আমি কেসের বড় ভক্ত। এই গানে থাকবে ক্যারিবিয়ান সংস্কৃতির ছোঁয়া, কিছু নাচ। লোকজনের মুখে মুখে থাকতে এই গান এবং ঐক্যের চেতনা অনুভব করবে।’

কেস বলেছেন, ‘সবসময় আমাদের লক্ষ্য থাকে বিশ্বকে একত্রিত করা। সুতরাং ক্রিকেটের সঙ্গে গানের সংমিশ্রন হবে শক্তিশালী সমন্বয়। এই মিউজিক্যাল ভাইব তৈরির জন্য শন পল, তানো ও পুরো দলকে উজ্জীবিত করুন।‍‍`

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!