মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় বোলার হিসেবে ফারিহার দ্বিতীয় হ্যাট্রিক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ১০:৩৮ এএম

তৃতীয় বোলার হিসেবে ফারিহার দ্বিতীয় হ্যাট্রিক


অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে বলার মত কোন সাফল্য নেই। তার বদলে রয়েছে বাজেভাবে পরাজয়ের রেকর্ড। এবারে ব্যাক্তিগত অর্জনের আলো ছড়ালেন ফারিহা তৃষ্ণা। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মঙ্গলবার তিনি হ্যাট্রিক করেছেন। এর মাধ্যমে একাধিক হ্যাট্রিক করে এই বাঁহাতি পেসার নাম লেখালেন রেকর্ডের বইয়ে।
প্রথম টি-টুয়েন্টিতে ছিলেন একাদশের বাইরে। তিনি প্রথম হ্যাট্রিক করেছিলেন ২০২২ সালে সিলেটে এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার বাংলাদেশের এই ২১ বছর বয়সী পেসার। এর আগে একাধিক হ্যাট্রিক করেছেন হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকো।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ওভার করতে এসে হ্যাট্রিকের দেখা পান তৃষ্ণা। এটি একইসঙ্গে ছিল ইনিংসের শেষ ওভার। প্রথম বলে দারুণ কাভার ড্রাইভে চার মারেন এলিসা পেরি। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। শেষ তিন বলে এলিসা পেরি (২৯), সোফি মলিনিউ (০) আর বেথ মুনিকে (০) ফিরিয়ে তৃষ্ণা গড়েন ইতিহাস। ম্যাচে তার শিকার ১৯ রানে ৪টি উইকেট, যা তার ক্যারিয়ারসেরাও।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!