সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

বিপিএলে বড় জয়ে টুর্নামেন্ট শুরু রংপুরের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫৩ পিএম

বিপিএলে বড় জয়ে টুর্নামেন্ট শুরু রংপুরের

স্পোর্টস ডেস্ক: টানা দু’দিন খেলার পরে বিপিএলে ছিল একদিনের ছুটি। চতুর্থ দিন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে শক্তি দেখিয়েছে রংপুর রাইডার্স। বল হাতে চট্টগ্রাম রয়্যালসকে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে অলআউট করে দেয় রাইডার্সরা। দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালানের ব্যাটে ৩০ বল থাকতে রংপুর তুলে নিয়েছে ৭ উইকেটের জয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম প্রথম ওভারে উইকেট হারায়। নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যান দলে যোগ দেওয়া বিদেশি ক্রিকেটা অ্যাডাম রোসিনটন (১)। সেখান থেকে ৪৪ রানের জুটি গড়েন কোটি টাকা মূল্যের ওপেনার নাঈম শেখ ও তিনে নামা মির্জা বেগ।
নাঈম ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন। তার আউটের পরই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ৫১ রানে ৪ উইকেট হারানো দলটি ৭৬ রানে সপ্তম উইকেট হারায়। ৯৯ রানে ৯ উইকেট হারানো দলটি একশ’ পার করেই আউট হয়ে যায়।
জবাব দিতে নেমে রংপুর ১২.১ ওভারে ৯১ রানের ওপেনিং জুটি গড়ে। লিটন দাস ৩১ বলে ৪৭ রান যোগ করে আউট হন। চারটি চার ও দুটি ছক্কা তোলেন তিনি। পরেই আউট হন তাওহীদ হৃদয়। মালান নির্ভার ব্যাটিংয়ে ৪৮ বলে ৫১ রান যোগ করে জয় হতে দুই দূরত্বে থাকতে আউট হন। তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন।
নাহিদ রানা চট্টগ্রামের প্রথম উইকেট নেওয়ার পর দুই উইকেট নিয়ে মুস্তাফিজ মাথা ভেঙে দেন। তারা চার উইকেট হারানোর পর আক্রমণে এসে পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!