বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৪২ এএম

এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শুরুতে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দারুণ এক ইনিংস খেলেছেন তিলক ভার্মা। ২ বল থাকতে ৫ উইকেটের জয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 
রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ৯.৪ ওভারে ৮৪ রান তুলে ফেলেন ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। সেখান থেকে ১৩১ রানে ৫ উইকেট এবং ১৪১ রানে যেতে পাকিস্তানের ৯ উইকেট পড়ে যায়। 
ফারহান ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। অন্য ওপেনার ফখর জামান চতুর্থ ব্যাটার হিসেবে ৩৫ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে আউট হন।
তিনে নামা সাঈম আইয়ূব ১৪ রান করে আউট হন। মোহাম্মদ হারিস শূন্য করেন। হুসেইন তালাত ১ রান করে ফিরলে ১৩১ রানে ৫ উইকেট হয়ে যায় পাকিস্তান। ১৪১ রানে যেতেই পাকিস্তানের আরও ৪ উইকেট পড়ে। অধিনায়ক সালমান আঘার (৮) পর শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ শূন্য করে আউট হন।
জবাব দিতে নেমে ভারত ১০ রানে ২ উইকেট হারায়। ওপেনার অভিষেক শর্মা (৫) ও দুইয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব (১) ব্যর্থ হন। ভরসা দিতে পারেননি শুভমন গিলও (১২)। ২০ রানে ৩ উইকেট হারানোর পর তিলক ভার্মা ও সানজু স্যামসন ৫৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। স্যামসন ২১ বলে ২৪ রান করেন। পঞ্চম উইকেটে তিলক ও শিভাম দুবে ৬০ রানের জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান। পেস অলরাউন্ডার দুবে ফিরে যান ২২ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলে। 
শেষ টানেন কেতন ওড়ানো ভারতের নতুন দিনের তারকা তিলক ভার্মা। তিনি ৫৪ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি ছক্কা ও তিন চারে ইনিংস সাজান। ম্যাচটা যা একটু কঠিন লাগছিল শেষ দিকে বাউন্ডারি মেরে সহজ করে ফেলেন।
এর আগে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ভারতের বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব। তিনি একে একে সাঈম আইয়ূব,সালমান আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকে তুলে নেন। ৪ ওভারে ৩০ রান খরচা করেন। অন্য লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৩০ রানে নেন ২ উইকেট। বাঁ-হাতি অফ স্পিনার অক্ষর প্যাটেলের থলিতে যায় ২ উইকেট। ভারতের লাগাম কিছুক্ষণ টেনে ধরতে ফাহিম আশরাফের ৪ ওভারে ২৯ রানে নেওয়া ৩ উইকেট ভূমিকা রেখেছে। এবারের এশিয়া কাপের গ্রæপ পর্ব ও সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে ভারত।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!