বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

এবার বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:০০ পিএম

এবার বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠাল পাকিস্তান

পাকিস্তান সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। তবে ওই সূচি বাতিল করে মঙ্গলবার বিসিবিকে নতুন সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন সূচি অনুযায়ী,বাংলাদেশ ও পাকিস্তান ২৭ মে সিরিজের প্রথম টি-২০ খেলবে। পরের দুই ম্যাচ ২৯ মে ও ১ জুন রাখা হয়েছে। প্রথম তিনটি ম্যাচ রাখা হয়েছে পাকিস্তানের ফয়সালাবাদে। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।
সিরিজের বাকি দুই ম্যাচ রাখা হয়েছে লাহোরে। ওই ম্যাচ দুটি ৩ ও ৫ জুন মাঠে গড়াবে। তবে বিসিবি এখনই টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে কিনা তা নিয়ে সংশয় আছে।   পিএসএল শেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত করা হয়েছিল। ১৭ মে থেকে টুর্নামেন্টটি পুনরায় শুরু হয়ে ২৫ মে শেষ হবে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পিছিয়ে দিয়েছে পিসিবি।
নতুন করে পিসিএল শুরু হলেও বিদেশি তারকা ক্রিকেটাররা এই মুহূর্তে পাকিস্তান সফরে আসবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। সংবাদ মাধ্যমের তথ্য মতে, নতুন করে তারকা ক্রিকেটার পাওয়া টুর্নামেন্টটির জন্য কঠিন হবে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় টম কারেন, ড্যারেল মিশেলরা ভয় পেয়ে পাকিস্তান ছাড়তে উদগ্রীব ছিলেন।
এবারের পিসিএলে বাংলাদেশের তিন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। এর মধ্যে লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরি নিয়ে দেশে ফিরে এসেছিলেন। রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএল স্থগিতের পর পাকিস্তান ছাড়েন। তারা জাতীয় দলের ক্যাম্পে থাকায় পিএসএলে খেলতে যাবেন না।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!