মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিদায় নেওয়ায় ভারতের টেস্ট দলে কোহলিকে মিস করবেন লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:১০ পিএম

বিদায় নেওয়ায় ভারতের টেস্ট দলে কোহলিকে মিস করবেন লিটন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক লিটন কুমার দাস প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন সোমবার (১২ মে)। অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের দিন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে গরম খবর ছিল ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর। যার প্রেক্ষিতে লিটন দাসকেও মুখোমুখি হতে বিরাট কোহলির অবসর প্রসঙ্গে।
কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে লিটন বলেন,‘এটি অপ্রত্যাশিত বা শকিং নয়।’ তিনি উল্লেখ করেন,‘একজন খেলোয়াড়ের নিজস্ব অধিকার আছে, সে কখন খেলা ছাড়বে, সেই সিদ্ধান্ত নেওয়ার। সে একজন কিংবদন্তি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’
কোহলিকে শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে লিটন তার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন,‘সাদা বলের আগ্রাসী ক্রিকেটীয় মানসিকতা ও দৃষ্টিভঙ্গি টেস্টেও নিয়ে এসেছে অনেক আগেই। এরকম একজন ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলবে না এটা অবশ্যই বড় একটা ক্ষতি।’
কোহলির সঙ্গে মাঠের অভিজ্ঞতা স্মরণ করে নতুন অধিনায়ক লিটন বলেন,‘যদি আবার ভারতের সঙ্গে খেলি, আমি তাকে মিস করব। কারণ আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। মাঠে তাকে অনেক আগ্রাসী দেখা যায়, তবে সেটা সে ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে সে খুবই ভদ্র ও ভালো একজন মানুষ।’উল্লেখ্য-২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লিটন ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন। সেই ম্যাচে বৃষ্টি আইনে ভারত জিতলেও, ম্যাচ শেষে কোহলি নিজে এসে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেন এবং তাকে একটি ব্যাট উপহার দেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!