আর্ন্তজাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, বিসিসিআই চেষ্টা করছে নতুন করে আইপিএলের সূচি ঠিক করার। সীমান্ত থেকে নিরাপদ এমন শহরগুলোতে আইপিএলের বাকি অংশ শেষ করার প্রস্তাব আছে টেবিলে। আবার নিরপেক্ষ কোন ভেন্যুতেও সরিয়ে নেওয়া হতে পারে টুর্নামেন্টের বাকি অংশ।
ধর্মশালার ম্যাচ পরিত্যক্ত করা হলেও পাঞ্জাব ও দিল্লির ক্রিকেটার, স্টাফ ও সম্প্রচার মাধ্যমের সঙ্গে কাজ করা ব্যক্তিগন এখনো নিরাপদে ফিরতে পারেননি। তাদের দিল্লি সরিয়ে নেওয়ার তোড়জোড় চলছে। তবে চন্ডিগড় বিমানবন্দর বন্ধ থাকায় আকাশপথে দ্রæত তাদের সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আকাশপথে রেড অ্যালার্ট থাকায় এবং ক্রমাগত সাইরেন বাজায় হেলিকপ্টারের মাধ্যমেও তাদের স্থানান্তর সম্ভব হচ্ছে না।
সংবাদ মাধ্যম জানিয়েছে,সড়ক পথে ধর্মশালা থেকে ৮৫ কিলোমিটার দূরে পাঠানকোর্ট রেলস্টেশনে নেওয়া হবে ক্রিকেটারদের। সেখান থেকে বিশেষ ট্রেনে আনা হবে দিল্লিতে। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার হিন্দুস্তান টাইমসকে বলেছেন, দুই দলের ক্রিকেটারদের মধ্যে ভয় বিরাজ করছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা উদ্বিগ্ন। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা ক্রিকেটার ফিরিয়ে নিতে প্রস্তুত।
আপনার মতামত লিখুন :