২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে ধরা হচ্ছে ইতিহাসের অন্যতম ‘উষ্ণ’ আসর। ফুটবলারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাই প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের বিরতি ছাড়াও দুই অর্ধে পানি পানের জন্য আরও দুটি অতিরিক্ত বিরতি দেওয়া হবে।
ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,এখন থেকে ম্যাচের দুই অর্ধেই খেলা শুরুর ২২ মিনিট পর রেফারি ৩ মিনিটের জন্য পানি পানের বিরতি ডাকবেন। অর্থাৎ, ৯০ মিনিটের ম্যাচে ফুটবলাররা এখন মোট তিনবার বিশ্রামের সুযোগ পাবেন।
এর আগেও ফুটবলে ‘কুলিং ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম ছিল। তবে সেটি ছিল শর্তসাপেক্ষ। ম্যাচের সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই কেবল প্রতি অর্ধে ৩০ মিনিট পর এই বিরতি দেওয়া হতো। কিন্তু ফিফার নতুন নিয়মে তাপমাত্রার কোনো শর্ত রাখা হয়নি। আবহাওয়া যেমনই হোক,২২ মিনিট পর বিরতি এখন বাধ্যতামূলক।
বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া নিয়মের নমনীয়তা সম্পর্কে জানান, যদি ম্যাচের ২০ বা ২১ মিনিটের দিকে কোনো ফুটবলার চোটে পড়েন বা খেলা বন্ধ থাকে, তবে রেফারি পরিস্থিতি বুঝে তখনই পানি পানের বিরতি ঘোষণা করতে পারবেন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :