বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে এবার বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৪:১৮ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে এবার বড় জয় বাংলাদেশের

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৪৫ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে ম্যাচের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তারা ১৬৮ রান যোগ করেন।
এছাড়া টেস্ট অভিষেকে দুই ইনিংসে বল হাতে ৬ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। টেস্টে বল হাতে বাংলাদেশের ভরসা তাইজুল ইসলাম কিংবা অভিজ্ঞ মিরাজের ওপর থেকে আলো কেড়েছেন তিনি। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমে জয় নিয়ে কথা বলার সময় দলের ওপেনিং জুটি ও স্পিনার মুরাদের প্রশংসা করেন অধিনায়ক নাজমুল শান্ত।
তিনি বলেন, ‘যেভাবে এই ম্যাচে আমরা খেলেছি,খুবই খুশি। ওপেনিং জুটি ছিল অসাধারণ। আশা করছি,পরের ম্যাচেও তারা ভালো খেলবে। হ্যাঁ, মুরাদের অনেকদিন (অভিষেকের) অপেক্ষা করতে হলো, সে পর্যাপ্ত সুযোগ পাচ্ছিল না। কিন্তু সে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলছিল এবং দারুণ বোলিং করছিল।
আজ (সিলেট টেস্টে) সে দেখিয়েছে, কত ভালো বোলার। দারুণ বোলিং করেছে মুরাদ। আশা করছি, সামনে সেও ভালো বোলিং করে যাবে। আমরা স্পিন সহায়ক উইকেট চাইনি। স্পোর্টিং উইকেটে খেলতে য়েছিলাম। তেমনটাই পেয়েছি। উইকেট আজও (চতুর্থ দিন) ব্যাটিংয়ের জন্য ভালো আছে।’
ম্যাচ সেরা হওয়া জয় জানিয়েছেন, ডাবল সেঞ্চুরি মিস হওয়ায় কিছুটা হতাশ তিনি। তবে দিন শেষে ভালো খেলতে পেরেছেন মনে করছেন, সেজন্য ভালো লাগছে। ঢাকা টেস্টে মুশফিক ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন। তার জন্য খুশি বলেও উল্লেখ করেন ডানহাতি টপ অর্ডার ব্যাটার। ছবি-সংগৃহীত  

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!