বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রæপ বদল করবে না আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১২:২২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রæপ বদল করবে না আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে এখনো অনড় বাংলাদেশ। আজ শনিবার আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ তাদের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রæপ পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে এমন অনুরোধে রাজি না হওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে আয়াল্যান্ড ক্রিকেট (সিআই)।  
বাংলাদেশের গণমাধ্যমে বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রæপ বদলের প্রস্তাব দিয়েছে; এমন খবর প্রকাশের পর এ অবস্থান জানাল আয়ারল্যান্ড।
ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। আমরা নিশ্চিতভাবেই গ্রæপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রæপ সি-তে। এই গ্রæপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে গ্রæপ বি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রæপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রæপ বদলের প্রস্তাব তোলে বিসিবি। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড, কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত মিলছে।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!