মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

নারী ওয়ানডে বিশ্বকাপে লড়াইয়ে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১২:১০ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপে লড়াইয়ে হারল বাংলাদেশ

খেলার শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের হয়ে বল করতে এসেছিলেন নাহিদা আক্তার। এই বাঁহাতি স্পিনারের প্রথম বলেই চার মেরে সমীকরণ সহজ করেন ডে ক্লার্ক। পরের বল ডট খেললেও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের রুদ্ধশ্বাস জয় এনে দেন ক্লার্ক। 
সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের দেয়া ২৩৩ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় প্রোটিয়া। টানা তিন হারে বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেল বাংলাদেশের।
২৩৩ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেটের দেখা পান নাহিদা আক্তার। এই অভিজ্ঞ স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার তাজমিন ব্রিটস।
এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক লরা উলভার্ট ও আন্নিকি বসচের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। উইকেটে থিতু হয়ে যাওয়া উলভার্ট ফিরেছেন রান আউটে। ফারজানা পিংকির কল্যাণে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান। 
অধিনায়ক ফেরার পর দক্ষিণ আফ্রিকা দ্রæত আরও তিন উইকেট হারায়। তাতে ৭৮ রানের মধ্যে ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেট জুটিতে মারিয়ানা কাপ ও চার্লি ট্রায়ন মিলে ৮৫ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। 
৪১তম ওভারে কাপ আউট হলে ভাঙে সেই জুটি। সাজঘরে ফেরার আগে ৭১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি। আরেক সেট ব্যাটার ট্রায়ন রান আউটে কাটা পড়ার আগে করেছেন ৬৯ বলে ৬২ রান।
শেষদিকে দারুণ ব্যাটিং করেছেন ডে ক্লার্ক। ২৯ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তার সঙ্গী মাসাবাতা ক্লাস অপরাজিত থাকেন ১৩ বলে ১০ রানে। বোলিংয়ে বাংলাদেশের হয়ে নাহিদা ২টি এবং রাবেয়া, ফাহিমা ও রিতুমনি ১টি করে উইকেট পান। 
এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায়। ১৭তম ওভারে দলীয় ৫৩ রানের মাথায় রুবাইয়া হায়দার ঝিলিক ফিরলে ভাঙে সেই জুটি। সাজঘরে ফেরার আগে ৫২ বলে ২ বাউন্ডারিতে ২৫ রান করেন এই বাঁহাতি ওপেনার। 
একাদশে ফেরা আরেক ওপেনার ফারজানা হক পিংকি করেছেন ৭৬ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩০ রান। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শারমিন আক্তার সুপ্তা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৫ বাউন্ডারিতে ৩২ রান করে ফেরেন অধিনায়ক জ্যোতি। 
জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। ৭৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এরপর মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রæততম। শেষদিকে ৮ বলে রিতু মনির অপরাজিত ১৯ রানে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।ছবি-সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!