শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

১৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:০৭ পিএম

১৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম দুই ওভারেই উইকেট নিয়েছিল বাংলাদেশ। পঞ্চাশ রানের আগে তুলে নিয়েছিল পাঁচ উইকেট। পরেই মিডল ও ¯øগ ওভারে তিন ক্যাচ ফেলায় রান তোলার সুযোগ পেয়ে যায় পাকিস্তান। যে সুযোগ নিয়ে মোহাম্মদ হারিস, শাহিন আফ্রিদিরা পাকিস্তানকে ৮ উইকেটে ১৩৫ রানের পুঁজি এনে দিয়েছেন।
বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান (৪) ও তিনে নামা সাইম আইয়ূব (০) শুরুতে আউট হন। ৩৩ রানের মধ্যে ফখর জামান ও হুসেইন তালাত সাজঘরে ফেরেন। তারা যথাক্রমে ১৩ ও ৩ রান করেন। ১১তম ওভারে দলীয় ৪৯ রানে পাকিস্তান ওপেনার সালমান আগাকে আউট করেন মুস্তাফিজ। তিনি ২৩ বলে ১৯ রান করেন।
বাংলাদেশ দলের সামনে যখন পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার সুযোগ তখনই পড়তে থাকে একের পর এক ক্যাচ। দুবাইয়ের ফ্লাডলাইটের কারণে ক্যাচ ধরা কঠিন হলেও সহজ ক্যাচ ফেলেন নুরুল হাসান সোহান। পরে মোহাম্মদ হারিস ও শাহিন আফ্রিদিকে জীবন দেন পারভেজ ইমন ও শেখ মাহেদী।
সুযোগ নিয়ে শাহিন দুই ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন। হারিস ২৩ বলে দলের পক্ষে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৫ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৯ বলে ১৪ রান যোগ করেন।
বাংলাদেশের পেসার ও স্পিনাররা দারুণ বোলিং করেছেন। তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শেখ মাহেদী ৪ ওভারে ২৮ করে রান দিয়েছেন। তানজিম উইকেট শূন্য থাকলেও তাসকিন তিনটি ও মাহেদী নেন ২ উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এক উইকেট পাওয়া মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রান খরচা করেন।বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি অলিখিত সেমিফাইনাল। জয়ী দল চলে যাবে এশিয়া কাপের ফাইনালে। পরাজিত দল নেবে বিদায়। এরই মধ্যে ভারত দুই ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!