মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ম্যাচে টিকে থাকার জন্য যে একাদশে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:৩৮ পিএম

ম্যাচে টিকে থাকার জন্য যে একাদশে নামতে পারে বাংলাদেশ

এবার এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। হংকংকে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় লিটন দাসের দল। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গ্রæপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় এখন টাইগাররা। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রæপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে জিততেই হবে লাল-সবুজকে।
হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, তার বদলে দলে আসেন শরিফুল ইসলাম। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে ফিরছেন তাসকিন। তাই একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন।
ব্যাটিং অর্ডারের প্রথম তিন পজিশনে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চার নম্বর জায়গা নিয়ে আছে আলোচনা। তাওহিদ হৃদয় টানা ব্যর্থতায় আছেন সমালোচনায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে ফিফটি নেই তার। বিকল্প হিসেবে সাইফ হাসানকে ভাবা হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে হৃদয়ের ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শেষ দিকে শামীম হোসেন ও জাকের আলী ভালো ফর্মে থাকায় তাদের জায়গা মোটামুটি নিশ্চিত। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসান। বোলিং বিভাগে লেগ স্পিনে ভরসা রিশাদ হোসেন।
আজ রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ–আফগানিস্তান। শুধু জিতলেই হবে না, টিকে থাকতে হলে সমীকরণ মিলিয়ে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গজনফর, ফজলহক ফারুকি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!