সিলেট টেস্টে আযারল্যান্ডের প্রথম ইনিংসকে বেশিদূর এগোতে দিল না বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর মাত্র ১৪ বলের মধ্যেই সফরকারীদের শেষ দুটি উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। গতকালের স্কোরের সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। সব মিলিয়ে আইরিশদের প্রথম ইনিংস থামে ২৮৬ রানে।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দিনের শুরুতেই বল হাতে আসেন তাইজুল ইসলাম। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তাইজুলের স্পিনে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাথু হ্যামফ্রেস। পরের ওভারেই আক্রমণে আসেন পেসার হাসান মাহমুদ। তিনি বাডি ম্যাককার্থিকে (৩১) সরাসরি বোল্ড করে দিয়ে আয়ারল্যান্ডের ইনিংসের ইতি টানেন।
এর আগে গতকাল, টেস্টের প্রথম দিনে ওপেনার পল স্টার্লিং (৬০) ও তিনে নামা কেডি কারমাইকেলের (৫০) জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে লড়াকু সংগ্রহের ভিত পেয়েছিল আয়ারল্যান্ড। তবে বাংলাদেশি স্পিনাররা ঘুরে দাঁড়ালে শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়া হয়নি তাদের।
বাংলাদেশের পক্ষে বল হাতে স্পিনার মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া তাইজুল ইসলাম, অভিষিক্ত হাসান মুরাদ এবং পেসার হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। অন্য উইকেটটি পেয়েছেন নাহিদ রানা।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :