বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

আফগানকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:০৩ এএম

আফগানকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ

এবার হারলে এশিয়া কাপের সুপার ফোরের আশা শেষ, এমন এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষে নেমে আফগানিস্তান অলআউট হয় ১৪৬ রানে। এতে বাংলাদেশ জয় পায় আট রানে। শেষ ওভারে তাসকিন আহমেদের শেষ বলে নূর হোসেন ধরা পড়েন সোহানের হাতে। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করলো বাংলাদেশ। আর বিদেশের মাটিতে আফগানদের প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারালো টিম টাইগার্স। 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুবাইয়ের আবু ধাবি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কাপ্তান লিটন কুমার দাস। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম দূরন্ত সূচনা বাংলাদেশকে বড়ো স্কোরের দিকে নিয়ে যায়। ইনিংসে একমাত্র ফিফটি পেয়েছেন তানজিদ (৫২)। এছাড়া সাইফ ৩০ ও হৃদয় ২৬ রান করেন। ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় পাঁচ উইকেটে ১৫৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে নাসুমের প্রথম বলেই উইকেট হারায় আফগানরা। তবে শক্ত হাতে লড়ছিলেন কাপ্তান গুরবাজ (৩৫)। তারা শুরুর ভালো না করতে পারলেও শেষের দিকে জয়ের কাঁটা একবার বাংলাদেশের দিকে তো আরেকবার আফগানিস্তানের দিকে হেলেছে। ১৯তম ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে মোস্তাফিজুর বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে যখন ২২ রান দরকার তখন আক্রমণে আসেন তাসকিন। তার কয়েকটি ডেলিভারি দেখে মনে হয়, যেন তার ‘উইকেট লাগবেই’। শেষ ওভারে বাংলাদেশের জয় এলেও নূর হোসেনের হাতে দুই ছক্কা হজম করতে হয়েছে তাসকিনকে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!