বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির,অনড় বিসিবি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:৪৮ পিএম

অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির,অনড় বিসিবি

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দুই সংস্থার মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই অনুরোধ জানানো হয়।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সে বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।
বিসিবির বিবৃতিতে বলা হয়,“বৈঠকে বোর্ড আবারও স্পষ্ট করেছে যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে গিয়ে খেলতে রাজি নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।”
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে বিসিবিকে তাদের অবস্থান নতুন করে ভাবতে অনুরোধ জানানো হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, এই মুহূর্তে তাদের অবস্থানে কোনো পরিবর্তন নেই।
বিবৃতিতে আরও বলা হয়,“উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রæপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা। কিন্তু দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার ঘটনার পর থেকেই নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি।এর আগে একাধিকবার বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও স্পষ্ট করে বলেছেন,বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়।
সব মিলিয়ে,আইসিসির অনুরোধ সত্বেও বিসিবি এখনো অনড়। আলোচনা চললেও শেষ পর্যন্ত এই অচলাবস্থার কী সমাধান হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। ছবি : সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!