শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

টেস্টে এবার তিন ব্যাটারে বাংলাদেশের দুর্দান্ত দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:৩৬ পিএম

টেস্টে এবার তিন ব্যাটারে বাংলাদেশের দুর্দান্ত দিন

সিলেট টেস্টের দ্বিতীয় দিন আয়ারল্যান্ডের ইনিংস স্থায়ী হয়েছিল ২.২ ওভার। সকালে ১৬ রান যোগ করে ২৮৬ রানে অলআউট হয় সফরকারীরা। দিনের বাকিটা সময় কর্তৃত্ব করেছেন বাংলাদেশের তিন ব্যাটার। ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরি বঞ্চিত হলেও মাহমুদুল হাসান জয় ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত আছেন। সেঞ্চুরির আশা দিয়ে দিন শেষ করেছেন মুমিনুল হক। বাংলাদেশ ৮৫ ওভার ব্যাটিং করে ১ উইকেটে হারিয়ে ৩৩৮ রান করে দিন শেষ করেছে। দ্বিতীয় দিন শেষে ৫২ রানের লিড নিয়েছে। 
আরেকটি সেঞ্চুরি মিস সাদমানের: অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির আশা দিয়ে ৭৬ রানে ফিরেছিলেন সাদমান ইসলাম। গত বছর রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু আউট হন ৯৩ করে। গত জুনে গল টেস্টে ৭৬ রানে কাটা পড়েন তিনি। এবার সিলেটে নিবিঘ্নে ব্যাটিং করা সাদমান সেঞ্চুরির আশা দিয়ে ৮০ রান করে আউট হলেন। বাঁ-হাতি এই ব্যাটার সময় নিয়ে ব্যাটিং করেন। তবে এবার ১০৪ বলে নয়টি চার ও এক ছক্কায় ইনিংস সাজান তিনি। অন্তত ফিফটি পাওয়া ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে (৭৬.৯২) ব্যাটিং করেন।
প্রথম সেশনে সাদমান ও জয় দাপুটে ব্যাটিং করেন।দ্বিতীয়য় সেশনেও তা অব্যাহত ছিল। ওই সেশনে ৮৯ রান যোগ করে ভাঙে ওপেনিং জুটি। সাদমান-জয়ের ওপেনিং জুটি দাঁড়ায় ১৬৮ রানের। 
ক্যারিয়ার সেরা ইনিংস জয়ের: ক্যারিয়ারের তৃতীয় টেস্টে বে ওভালে ফিফটি করেন মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার কিংসমিডে পরের টেস্টে দুর্দান্ত দৃঢ়তার ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই জয় পরের ১৪ টেস্টে মাত্র দুটি ফিফটি পেয়েছিলেন। দল থেকে একাধিকবার বাদও পড়েছেন। এবার ফিরে খেললেন ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস। তার ২৩৮ বলের ইনিংস ১৪টি চার ও চারটি ছক্কায় সাজানো। বাংলাদেশের দ্বিতীয় ওপেনার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি অপেক্ষা করছে তার সামনে।
মুমিনুল-জয়ে দাপটের শেষ সেশন: তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে সেঞ্চুরি তুলে নেন ওপেনার জয়। এরপর খানিকটা হাতে খুলে খেলতে শুরু করেন তিনি। ছক্কা মেরে মুমিনুল হক ফিফটি তুলে নেওয়ার পর লিডও নেয় বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণার আগ পর্যন্ত তারা দু’জন দ্রæত রান তোলায় মনোযোগী ছিলেন। ২৬৩ বল খেলে তাদের জুটিতে ১৭০ রান এসেছে। এর মধ্যে শেষ সেশনের ৩৫ ওভারে ১৪০ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ১২৪ বলে ৮০ রান করে দিন শেষ করেছে। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। ৭৪ টেস্টের ক্যারিয়ারে ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় তিনি।
সকালেই অলআউট আইরিশরা: সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে পল র্স্টালিং ও কেডে কারমাইকেলের ব্যাটে দারুণ প্রথম সেশন কাটায়। দ্বিতীয় সেশনে র্স্টালিং ৬০ রান করে ফিরে যান। কেডে কারমাইকেল ৫৯ রান করে সাজঘরে ফিরে যান। এছাড়া কার্টুস ক্যাম্পার ৪৪ ও লরকান টাকার ৪১ রান করে আউট হন। লোয়ারের দৃঢ়তায় আইরিশরা তিনশ’র আশা দিচ্ছিল। কিন্তু জর্ডান নেইল ৩০ ও বেরি ম্যাককার্টি ৩১ রান করে আউট হয়ে যান। সকালে হাসান মাহমুদ ও তাইজুল উইকেট নিয়ে ৯২.২ ওভারে ২৮৬ রানে অলআউট করে তাদের।
স্পিনারদের উইকেট ভাগাভাগি: আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ১০ উইকেটের ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন স্পিনার। এর মধ্যে মেহেদী মিরাজ ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন। হাসান মুরাদ ও তাইজুল ইসলাম যথাক্রমে ৪৭ ও ৭৮ রান দিয়ে নেন ২টি করে উইকেট। পেসার হাসান মাহমুদ ২টি এবং নাহিদ রানা ১ উইকেট নিয়েছেন।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!