বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিচারপতি এম ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৯:১৯ পিএম

বিচারপতি এম ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল


মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। ২৭ মার্চ বুধবার বেলা ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাজমা রহিম (৮৪)। 
তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের মা নাজমা রহিম। তার ছোট ছেলে ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনের সংসদ-সদস্য ও জাতীয় সংসদের হুইপ। নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ রাত পৌনে ১০টায় (তারাবিহর নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্টসংলগ্ন মসজিদে জানাজা হবে। ২৮ মার্চ বৃহস্পতিবার দিনাজপুরে তার লাশ দাফন করা হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!