মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১২:২৩ এএম

মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ভার্চ্যুয়াল  প্লাটফর্ম-এ  অনুষ্ঠিত  হয়। সভায়  সাধারণ  শেয়ার হোল্ডারগণের  জন্য  ১৫%নগদ  লভ্যাংশ  সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।   কোম্পানীর মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ  (পাভেল),  পরিচালক  রিয়াজ  উদ্দিন  আহমেদ,  এ.এন.এম.  ফজলুল  করিম  মুন্সী,  মোঃ  মঈন  উদ্দিন,  সবিতা ফেরদৌসী, শারমিন  নাসির,  দিলরুবা  শারমিন  ও  প্রফেসর  আনসার  আলীসহ অন্যান্য পরিচালকবৃন্দ  এবং  মুখ্য নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক  এফসিএসহ  উর্দ্বতন  কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।  বার্ষিক  সাধারণ সভা সঞ্চালন করেন এএমডি ও কোম্পানী সচিব এনামুল হক। 

 মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২০২৪ সালে ৩৩৬ কোটি টাকা মোট প্রিমিয়াম অর্জন করেন। কোম্পানীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১,৭৯৯  কোটি টাকা। কোম্পানী  ২০২৪  সালে  ৩৬৩.৫০  কোটি  টাকা  বীমা  দাবি  পরিশোধ  করেছে। ২০২৪ সালে কোম্পানীর আর্নিং পার শেয়ার (ইপিএস) ১.৬১ টাকা এবং ডেভিডেন্ট পার শেয়ার (ডিপিএস) ১.৫০ টাকা।  বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, কার্যক্রম শুরুর পর হতে বিগত বছর সমূহে মেঘনা লাইফ ৪,১৫০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে এবং ২০২৪ সালে গ্রাহকের মৃত্যুদাবী বাবদ ৮.১৮ কোটি টাকা, কিস্তি বীমার সুবিধা বাবদ ১০১.১২ কোটি টাকা, মেয়াদ পূর্তি দাবী বাবদ ১৬৬.০২ কোটি টাকা, সমর্পণ  দাবী  বাবদ  ৮.০৫  কোটি  টাকা  এবং  বোনাস  বাবদ  ৮০.০২  কোটি  টাকাসহ  সর্বমোট  প্রায়  ৩৬৪  কোটি  টাকা পরিশোধ করেছে। এই পরিসখ্যানই বলে দেয় মেঘনা লাইফ দাবী পরিশোধে প্রতিশ্রæতিবদ্ধ।  পরিশেষে কোম্পানীর চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে ২০২৫ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানীর ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোম্পানীর সকলস্তরের কর্মকর্তা/ কর্মচারী, বীমাকর্মী, পলিসি হোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিজ্ঞপ্তি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!