বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মার্চের ৮ দিনে প্রবাসীরা পাঠালেন ৫১ কোটি ডলার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৫:১৫ পিএম

মার্চের ৮ দিনে প্রবাসীরা পাঠালেন ৫১ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৫১ কোটি ২৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চের ৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার। আর গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা বছরের হিসাবে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!