সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

ধর্মের নামে একটি দল ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:০০ পিএম

ধর্মের নামে একটি দল ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: দেশের একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।  সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারা (জামায়াতে ইসলামী) কেবলই বলছে যে, এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবো, এর কোনো বক্তব্য নেই। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন,‘আপনাদেরকে প্রথমেই বলতে হবে যারা বিনাকষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাসস্ট্যান্ড কোথায়-একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বুঝে। আমরা বিএনপি যা করছি, সেগুলো হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অব দ্য জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর ডø্যানিং টু ফেইল। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রনয়নন না করি,তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এই কথা আমাদের ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়ে গেলো মনে হয়।ছবি-সংগৃহীত
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!