নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এটি চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।
ঘণ্টাব্যাপী সাক্ষাতের পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন,চীন ইজ এ ইম্পোর্টেন্ট ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কীভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেগুলো নিয়ে মতবিনিময় হয়েছে। চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে।’
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন,‘দে আর রেডি টু নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ। উনারা (চীন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করে এবং তারেক রহমান সাহেবই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, জনগণের নেতত্ব দেবেন।পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন।’
তিনি বলেন, ‘ম্যাডাম মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা আবার ব্যক্তিগতভাবে তাদের শোক প্রকাশ করেছেন। শুরুতে রাষ্ট্রদূত তাদের দেশের পক্ষে শোকবার্তা দিয়েছেন। আপনারা জানেন, ম্যাডাম যেদিন ইন্তেকাল করেন ওইদিন সকাল ৭টায় চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তাদের শোক জানিয়েছেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :