মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপির রাজনীতি আটটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে : তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৮:১৪ পিএম

বিএনপির রাজনীতি আটটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে : তারেক রহমান

বিএনপির রাজনীতি কেবল ক্ষমতা নয়। বিএনপির রাজনীতি আটটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ‘দেশ গড়ার পরিকল্পনা’-শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন,সৎ মানুষের শাসন চাই এই শ্লোগান দিয়ে শুধু রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হয় না। প্রকৃত পরিবর্তন আসে পরিকল্পনা, দায়িত্বশীলতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে।
তারেক রহমান আরও বলেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতা নয় মানুষের শিক্ষা,স্বাস্থ্য, পরিবারের সুরক্ষা, কৃষকের উন্নয়ন,নারীর ক্ষমতায়ন,কর্মসংস্থানসহ আটটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। এটাই আমাদের রাজনৈতিক দর্শনের পার্থক্য।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের তরুণরা যদি সামনে এগিয়ে আসতে পারে, তাহলে এই দেশ টিকে যাবে। আর তারা যদি পিছিয়ে যায় তবে ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে।
ছাত্র সম্প্রদায়ের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,এ দেশের ছাত্ররা, ছাত্রদলের ছাত্র-ছাত্রীরা জীবনের সোনালী সময় বিসর্জন দিয়ে স্বৈরাচার বিরোধী সংগ্রামে যে ভূমিকা রেখেছে, তারা অভিনন্দনের দাবিদার।
৫ আগস্টের গণ-অভ্যুত্থান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল এ দেশের সাধারণ মানুষ—ছাত্র, শিক্ষক, গৃহবধূ, শ্রমিক, কৃষক, এমনকি নিহত নিরীহ শিশু পর্যন্ত। এই মানুষগুলোর ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএনপির বলেন, রিকশা চালক, সিএনজি চালকসহ নিম্ন আয়ের পরিশ্রমী মানুষদের জন্য এমন প্রশিক্ষণ ও পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তারা ভবিষ্যতে স্বেচ্ছায় অবসর নিয়ে স্বোপার্জিত অর্থে পরনির্ভরতা ছাড়া জীবন যাপন করতে পারে।
তারুণ্যের ওপর আস্থা রেখে তিনি বলেন,এই তারুণ্য যত দৃঢ়ভাবে আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসবে আমরা তত দ্রæত সফল হব।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!