মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

জারা ও তাজনূভা পদত্যাগকে যেভাবে দেখছে এনসিপি ও রাজনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:২০ এএম

জারা ও তাজনূভা পদত্যাগকে যেভাবে দেখছে এনসিপি ও রাজনীতিকরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক কর্মকান্ডের বিরোধিতা করে দল ছেড়েছে বেশ ক’জন সক্রিয় নেতা। যাদের মধ্যে অন্যতমএনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। দেশজুড়ে এনসিপির এই দুই নেত্রী গড়ে তুলেছিলে আলাদা পরিচিত, দলীয় কর্মসূচিতে তাদের সবসময় পাওয়া গেছে সক্রিয় ভূমিকা। তাদের পদত্যাগ এনসিপির বহু সমর্থককেই হতাশ করেছে।
রোববার (২৮ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবাবে তিনি বলেন, কেউ দলে থাকবে কি না বা নির্বাচন করবে কি না, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ দলে থাকতে না চাইলে তো বলার কিছু নেই।
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গড়াকে মেনে নিতে না পারায় দুই নেত্রীসহ পদত্যাগ করেছেন আরও কয়েকজন। এনসিপির কেন্দ্রীয় ৩০ নেতা জামায়াতের জোটে যোগ দেওয়ায় আপত্তিও জানিয়েছেন।এ বিষয়ে নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকেই এনসিপির আত্মপ্রকাশ।আমাদের দলে যে কোনো সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে আমরা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নিয়ে থাকি। নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্তও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এ বিষয়টি মেনে নিতে না পারলে তিনি দলে থাকবেন কিনা সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।
তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, দলের ভেতর ভিন্ন মত থাকবে, তা আমরা স্বাগত জানাই। একটা রাজনৈতিক দলে পদত্যাগ এবং যোগদান খুবই স্বাভাবিক ঘটনা। ব্যক্তির সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই, সমর্থন করি।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গত শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করবেন তিনি। অন্যদিকে রোববার দল ছাড়ার ঘোষণা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। কা-১৭ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন, নির্বাচনী প্রচারও চালাচ্ছিলেন তিনি। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘এই জিনিস হজম করে মরতেও পারব না আমি। এদিকে তাদের এনসিপি ছাড়ার পর দেশজুড়ে আর ফেইসবুকজুড়ে চলছে নানারকম মন্তব্য।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!