নিজস্ব প্রতিবেদক: এবার বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’প্রতীকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘রাশেদ খান ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে। সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে অনুমতি দিয়েছি। সে ধানের শীষে নির্বাচন করবে।’
তিনি আরও বলেছেন,‘রাশেদ খাঁন গণঅধিকারের দল থেকে পদত্যাগ করবে। আমরা শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেব।’
এদিকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :