শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:৫৫ পিএম

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে: নাহিদ

জনগণের সঙ্গে প্রতারণা করে কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে,এটা জাতীয় ঐক্য নয়। সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই-ই হলো জাতীয় ঐক্য।
এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা রয়েছে। তবে ইতোমধ্যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে জুলাই সনদ সংশোধনসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে সংসদ ভবন এলাকায় অবস্থান করছে জুলাই যোদ্ধারা। সবশেষ শুক্রবার দাবি আদায়ে জাতীয় সংসদ ভবনের

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!