মঙ্গলবার, ০৬ জানুয়ারি, ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৩১ পিএম

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাও. আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অশ্রæ ঝরান সাধারণ মানুষ।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
শোকের শেষ দিন আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!