রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

এবার এনসিপি ছাড়লেন তাজনূভা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:২৮ পিএম

এবার এনসিপি ছাড়লেন তাজনূভা

ডেইলি খবর ডেস্ক: এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও একজন পদত্যাগ করেছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। নির্বাচনে অংশ নিবেন না তিনি। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে তিনি এ কথা জানান। কথা ছিলো ঢাকা ১৭ আসন থেকে এনসিপির হয়ে লড়বেন তিনি।দুপুর ১২টা ৩৫মিনিটে দেয়া তাজনূভা জাবীনের পোস্টে লেখেন-“আপনারা অনেকে ভাবছেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হল যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলব এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। 
এটা আদর্শের চেয়েও অনেক বড়, সেটা হল বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারাদেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০ জনের জন্য সীট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। এই সিদ্ধান্তে সীল মোহর বসানো হয়েছে। বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আগামীকাল মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। আমার অবশ্য এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছাও নাই। পুরো আগোছালো করে চোখের পলকে ডিসওউন করে দিয়েছে। ছবি: সংগৃহীত
বিস্তারিত আসছে

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!