মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

আদালতের আদেশ মেনে ক্লাসে ফেরার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৩:০৭ পিএম

আদালতের আদেশ মেনে ক্লাসে ফেরার আহ্বান কাদেরের

আদালতের আদেশ মেনে নেওয়া এবং প্রধান বিচারপতির অনুরোধে কোটাবিরোধী আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার ১০ জুলাই আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই।
‘আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন,’ বলেন তিনি।
সরকার কোটা মুক্ত করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, এখন সরকারের অবস্থান হচ্ছে, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।
এদিনই হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ; এই সময়ে সরকারি চাকরিতে কোটা থাকবে না। কোটাবিরোধী আন্দোলনকারীদেরও ক্লাসে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি।
কিন্তু এসবের কিছুই মানতে নারাজ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কোটাবিরোধী আন্দোলনকারীরা এখন নতুন দাবি তুলেছেন যে, আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে। হাইকোর্টের দেয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা দেয়ায় কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী এই সময়ে নিয়োগ চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান প্রধান বিচারপতিরশিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান প্রধান বিচারপতির
কিন্তু আপিল বিভাগের আদেশে ক্লাসে ফেরার কোনো লক্ষণ নেই আন্দোলনকারীদের। পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন সকাল থেকেই অবরোধে নেমেছে তারা। বাংলা ব্লকেড নাম দেওয়া আন্দোলনে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দুপুরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অন্তত ২০টি পয়েন্ট অবরোধ করে রেখেছে তারা। এতে প্রায় স্থবির হয়ে পড়েছে মহানগরীর পরিবহনব্যবস্থা। তীব্র ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ। হাসপাতাল যাতায়াতেও সমস্যা হচ্ছে।
আপিল বিভাগের আদেশ আসার পর সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দাবি আদায়ে আন্দোলন আরও তীব্রতর হবে। তার দাবি, কোটা সংস্কারের দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!