উপদেষ্টারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায় ও কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।তিনি বলেন, ন্তর্র্বতীকালীন সরকার মনে করে তাদের কথায় জনগণ উঠবে ও বসবে। তাই উপদেষ্টারা মন যা চায় তাই সিদ্ধান্ত নিচ্ছেন। তারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে।
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টাদের উদ্দেশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ ১৭ বছর আইনের শাসনের জন্য অপেক্ষা করেছে। এখন আপনারা যে রাস্তয় হাঁটছেন সেটা অগণতান্ত্রিক পন্থা। এটা কারও জন্য ভালো হবে না।ঢাকার মেয়র ইশরাকের শপথের প্রসঙ্গ উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, কম বয়সি উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এখন তিনি আদালতের রায়, গেজেট কিছুই মানছেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আমাদের যাত্রা শুরু।তিনি বলেন, আওয়ামী লীগ ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোনো অনুসূচনা করেনি বা ক্ষমা প্রার্থনা করেনি। উল্টো তারা গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করছে। তারা কীভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সালেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। আমরা জানতাম, একদিন নিষ্ঠুরভাবে ফ্যাসিবাদের পতন হবে। যারা দেশের জনগণকে হত্যা করেছে,পঙ্গু করেছে, গুম, অপহরণ করেছে তাদের দলীয়ভাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ যেন কোনো দিন আর স্বৈরশাসকের বা ফ্যাসিবাদের উৎপাদন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অফিসিয়ালি ১৮ কোটি জনগণ বলা হলেও প্রকৃতপক্ষে তা এখন ১৯ কোটি ছাড়িয়ে গেছে। বিএনপির কি এতো আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যেই আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তাদের কেন আহ্বান করতে হবে বিএনপির সদস্য হওয়ার জন্য? গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে। যে মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, যিনি নিজেকে বাংলাদেশি পরিচয় দিবেন, তিনিই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে। এই দেশের প্রতিটি ধূলিকণাকে বিএনপি ধারণ করে, লালন করে।
আপনার মতামত লিখুন :