বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সংবিধান সংশোধনীর প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৫৫ পিএম

সংবিধান সংশোধনীর প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ: সালাহউদ্দিন

দেশের সংবিধান সংশোধনীর যেকোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ। ঐকমত্য কমিশনে শুধু আলোচনা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 
তিনি বলেন, এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না, যা একটি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমদ আরো বলেন,প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন,স্বাধীন বিচার বিভাগ, তত্বাবধাডক সরকার, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি বিষয়ই হবে সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ষাকবচ।
ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
যুদ্ধের পর প্রথম রায়েরবাজারে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানালো শিবির! যুদ্ধের পর প্রথম রায়েরবাজারে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানালো শিবির!এসময় বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির প্রতিশ্রæতি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!