এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র হিসেবে শপথ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ ব্যবস্থা করতে আগামী এক মাস সময় বেধে দিয়েছেন তিনি। শনিবার ১৭ মে সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় চলমান পরিস্থিত এবং নিজের অবস্থান পরিষ্কার করতে প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে সংবাদ সম্মলেন ডাকেন ইশরাক হোসেন ।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আপনার মতামত লিখুন :