বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নৌকার যে কান্ডারি, সে এখন ভারতে চলে গেছে। তাই নৌকায় যারা ভোট দিতেন, তারা এখন অসহায়। তবে আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না-ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বদেশ্বর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল আরও বলেন, প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে আমাদের মতবিরোধ চলছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারই উদ্যোগী হয়ে আগামী ২০২৬ সালের ফেব্রæয়ারি মাসে নির্বাচন আয়োজন করবে।’
সভায় সভাপতিত্ব করেন বিএনপির রুহিয়া থানা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। এ সময় আরও বক্তব্য দেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক পয়গাম আলি, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকসহ আরও অনেকে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :