বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৭:২৩ পিএম

শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’।এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)জানিয়েছে ‘শাপলা কলি’ নয়,তারা চায় ‘শাপলা ফুল’ প্রতীক।
বৃহস্পতিবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান। 
তিনি বলেন,আমাদের ‘শাপলা কলি’প্রতীক দেওয়া হলে তা প্রত্যাখান করবো। কারণ আমরা চেয়েছি ‘শাপলা ফুল’। শাপলা কলি প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এএই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!