বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

এবার জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১১:০৫ পিএম

এবার জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আইর-আদালত ডেস্ক: জাতীয় পার্টি,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে জুলাই ঐক্য। জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনটি দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। রিট আবেদনে এসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান পরিপন্থি দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা বিষয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট,একাধিক গ্রæপ ও পাল্টাপাল্টি বৈধতা দাবি জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। কে দলের প্রকৃত চেয়ারম্যান, কে মনোনয়নপত্র দেওয়ার আইনগত ক্ষমতা রাখেন-এই বিষয়গুলো অতীতেও নির্বাচন কমিশন ও আদালতে নিষ্পত্তির জন্য গড়িয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!