নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানাতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গেলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় মা-হারানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমবেদনা জানালেন জামায়াত আমীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে আসেন।
প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের ঘটনায় কার্যালয়ের নিচতলায় খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন জামায়াত আমীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিল। জামায়াতের প্রতিনিধি দলে ডা. শফিকুর রহমান ছাড়াও দলটির তিন নেতা ও ঢাকা-১২ আসনের দলটির প্রার্থী সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের ও মোবারক হোসেন উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেন।
এদিকে জামায়াত নেতাদের আগে গুলশান কার্যালয়ে যান শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। প্রথমে তারা কার্যালয়ের নিচতলায় শোকবইয়ে স্বাক্ষর করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার সঙ্গে দেশের সামগ্রিক বিষয়, ছাত্র রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যাশা বক্ত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি। দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ হতে পারি। দেশের জন্য কাজ করতে পারি। সকল দল-মত নির্বিশেষে এই বাংলাদেশকে ধারণ করতে পারি সেই আশাবাদই আমরা ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি, বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার জন্য জনগণ যে প্রত্যাশা রেখেছে তারা সে প্রত্যাশা পূরণ করতে পারবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :