শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন কর্মসূচি ঘোষণা করে নগর ভবন এলাকা ছাড়লেন ইশরাকের সমর্থকেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১২:৫৯ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা করে নগর ভবন এলাকা ছাড়লেন ইশরাকের সমর্থকেরা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। তাঁরা জানান, আগামী শনিবার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে চলে এই কর্মসূচি। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।আজ সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকেরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাঁকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’
ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ, নগর ভবন এলাকায় যান চলাচল বন্ধইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ, নগর ভবন এলাকায় যান চলাচল বন্ধদাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।এর আগে গত বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, নগর ভবনের সামনে চলছে বিক্ষোভইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, নগর ভবনের সামনে চলছে বিক্ষোভ
২০২০ সালের ১ ফেব্রæয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!