ডেইলিখবরডেস্ক: একটি দল বা কিছু গোষ্ঠী দেশের মানুষের শান্তি বিনষ্টে ওঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে একটি চক্র যে নতুন করে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে, ওসমান হাদির ঘটনাই তার স্পষ্ট প্রমাণ। ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের খোঁজে বের করার আহ্বান জানিয়ে তারেক রহমান এ ঘটনায় তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানান। তিনি বলেন, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে তাদের অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা-ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।তিনি বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিন্দা-শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সই করা বিবৃতিতে বলা হয়, দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে। ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্থ করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।
ওসমান হাদির ঘটনার পরপর প্রতিবাদ ও নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে যান হাদির আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মির্জা আব্বাস। প্রাথমিক আলাপে বিএনপির নেতারা জানান, তারা ঘটনার গভীরতা বুঝার চেষ্টা করছেন। নিজেদের নিরাপত্তা নিয়েও তাদের আশঙ্কা তৈরি হয়েছে।
বিএনপির বিবৃতিতে বলা হয়, নাশকতাকারিদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাই এসব নাশকতাকারি সন্ত্রাসীদে কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা মাথাচাঁড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুস্কৃতকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া গুরুতর আহত শরিফ ওসমান হাদির সুস্থতা কামনা করছে দলটি।ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই: মির্জা ফখরুল ইসলাম
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল লেখেন, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই, কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে,ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব লেখেন, যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন খোদ ঢাকার প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা নেই। আমি তার দ্রæত সুস্থতা কামনা করছি। আশা করি, অন্তর্র্বতী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রদল। শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিবৃতিতে তারা বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা নির্বাচন বানচালের কুটিল চক্রান্তের অংশ বলে মনে হচ্ছে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :