বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিএনপি অনড় প্রচলিত নিয়মে, পিআরে অনড় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:১৮ পিএম

বিএনপি অনড় প্রচলিত নিয়মে, পিআরে অনড় জামায়াত

দেশে সংসদ নির্বাচন নিয়ে প্রচলিত নিয়মেই আস্থা বিএনপির। এ নিয়ে আপত্তিকে পাত্তা দিচ্ছেন না দলটির নেতারা। অন্যদিকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে এখনও অনড় জামায়াত। তারা বলছেন, বিভিন্ন দলের দাবির দিকে না তাকিয়ে, সরকার ও ইসি এককভাবে সিদ্ধান্ত নিলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। 
একদিকে নির্বাচন পদ্ধতি নিয়ে যোজন-যোজন দূরে বিএনপি ও জামায়াত-এনসিপি। অন্যদিকে,প্রকট দ্ব›দ্ব গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির মাঝে। সবমিলিয়ে ঘোলাটে দেশের রাজনৈতিক পরিস্থিতি।
এই অবস্থায় দ্রæত নির্বাচনের দাবিতেই অটল বিএনপি। কয়েক দলের পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে মাথা ঘামাচ্ছে না তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটা নতুন প্রস্তাব দিচ্ছে যে সংখ্যানুপাতে একটা ভোটের। এই নির্বাচনের কথা, ভোটের অধিকারের কথা এতদিন আমরা বলেছি এটা কিন্তু ঐ প্রক্রিয়ায় পরিপূর্ণ হয় না। সেজন্যই আমরা বলছি যে ভোট সরাসরি হবে। 
তবে, জামায়াতে ইসলামী বলছে, পিআরসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের দাবির দিকে না তাকিয়ে, সরকার ও ইসি এককভাবে সিদ্ধান্ত নিলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন।জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমি মনে করি এ ধরনের ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আসা উচিত। সরকার বা ইসি যদি এককভাবে পরিকল্পিত নির্বাচনের দিকে এগোয়, তাহলে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হবে।
সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সরকার সরকারের সক্ষমতা নিয়ে জামায়াতের সংশয় থাকলেও, বিএনপির মনে করে, সরকার আন্তরিক থাকলে নির্বাচন নিয়ে সংকট হবে না।
জামায়াতের নায়েবে আমির আরও বলেন,বর্তমান পরিস্থিতিতে সরকারের সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা আছে বলে আমি মনে করি না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন,সরকার যদি আন্তরিক থাকে, তাহলে নির্বাচন কমিশনও আন্তরিক হবে। সেক্ষেত্রে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। তবে, দেশের সার্বিক পরিস্থিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পক্ষে দু’দলই।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!