কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি স¤প্রতি ক্লাইমেট অ্যান্ড ইএসজি অ্যাস্যুরেন্স নেটওয়ার্ক-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি গ্রিন ব্যাংকিং, জলবায়ু ঝুঁকি ব্যবস্থানাপনা এবং টেকসই অর্থায়নের ক্ষেত্রে নেতৃত্ব আরও সুদৃঢ় করতে যাচ্ছে।এই চুক্তির ফলে কমিউনিটি ব্যাংক তার কার্যক্রম ও লোন পোর্টফোলিওতে পরিবেশ,সামাজিক দায়বদ্ধতা,সুশাসন ও জলবায়ু বিষয়ক নীতিমালা সংযুক্ত করবে। উদ্যোগটি ব্যাংকের বৈশ্বিক মানদÐসমূহ: যেমন-টিসিএফডি,জাতিসংঘের ঝউএ এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নির্দেশিকারসঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চুক্তির আওতায় সিয়ান গেøাবাল কমিউনিটি ব্যাংককে- অ্যাস্যুরেন্স,সেকেন্ড-পার্টি ওপিনিয়ন (ঝচঙ), এবং ডিজিটাল মেজারমেন্ট, রিপোর্টিং ওভেরিফিকেশন (গজঠ) সেবা প্রদান করবে। পাশাপাশি, জলবায়ু ও টেকসইউন্নয়নভিত্তিক কাঠামো প্রণয়ন, কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন, এবংব্যাংককর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করবে।স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যব¯’াপনা
পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সিয়ান গেøাবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সুবর্ণ বড়–য়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব সিআরএম হাসি রাণী ব্যাপারী,এবং সিয়ান গেøাবালের অ্যাস্যুরেন্স সার্ভিসেস এর অ্যাডভাইসর ড. অদিতি
শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে কিমিয়া সাআদত বলেন, “দায়িত্বশীল ব্যাংকিংয়ের অন্যতম মূল উপাদান হ”েছ টেকসই উন্নয়ন। সিয়ান গেøাবালের সঙ্গে এই অংশীদারিত্ববাংলাদেশে, ¯ি’তিশীল ও কার্বন নিঃসরণ কমিয়ে অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”সিয়ান গেøাবাল একটি আন্তর্জাতিক ইএসজিসি অ্যাস্যুরেন্স,সার্টিফিকেশন ও ভেরিফিকেশন সংস্থা, যার কার্যক্রম বাংলাদেশ ও সিঙ্গাপুরে বিস্তৃত। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংক টেকসই ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।

              
                        
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :